forex shikhi

সর্তকর্তা নোটিশ

ফরেক্স মার্কেটে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ন  । যদিও এখানে বিনিয়োগ করে আপনি আপনার বিনিয়োগের ১০০% বা ২০০% পর্যন্ত প্রফিট করতে পারবেন কিন্তু অপরদিকে আপনার সমস্ত বিনিয়োগ কয়েক সেকেন্ডের মধ্যে ০(শূণ্য) হয়ে যেতে পাবে যা আপনি আর ফিরে পাবেন না । ফরেক্স শিখি কখনো আপনাকে বলে না যে আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করেন । আপনার নিজের ঝুুুঁকি বুঝে এই মার্কেটে বিনিয়োগ করবেন । আমারা এই ওয়েবসাইটের মাধ্যমে ফরেক্সের প্রাথমিক ধারনা ভিডিও টিউটরিয়াল দিয়ে থাকি শুধু মাত্র শিখানোর উদ্দেশ্যে ও মার্কেটের মুভমেন্ট অনুযায়ী সিগনালের পরামর্শ দিয়ে থাকি । এটা নিয়ে কাজ করা না করা আপনার একান্ত ব্যাক্তিগত ইচ্ছা ।

এই ওয়েব সাইটের কোন সাবস্কাইভার এই ওয়েবসাইট বা এর মালিক বা এডমিন কারো নিকট বিনিয়োগ করছেন না এটা মাথায় রাখবেন । আমাদের সাজেশান ও আপনার নিজের ইচ্ছায় ভালো ব্রোকার হিসাবে আপনি পৃথিবী বিখ্যাত ব্রোকার কোম্পানি “এক্সনেস” এ বিনিয়োগ করছেন ।

আমাদের রেফার মেমবার ও পেইড সার্ভিসের মাধ্যমে আমারা শুধু মাত্র গ্রাহকের নিকট আমাদের সিগনাল এর কনফার্মেশান জ্ঞান বিতরণ করে থাকি বা মার্কেটের মূভমেন্ট সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি । যার ফলে শুধুমাত্র পেইড গ্রাহক আমাদের নূন্যতম একটা সম্মানি দিয়ে থাকেন জ্ঞান বিতরণের জন্য ।

যেখানে প্রতিটি সিগনালের জ্ঞান বিতরণের বলা থাকে, আপনি আপনার ঝুঁকি বুঝে ট্রেড নিবেন এবং আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার ঝুঁকি বুঝে মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করবেন । আমাদের এনালাইসিসের সাথে আপনার নিজের এনালাইসিস মিলাবেন ।

সিগনালের জ্ঞান নিয়ে যদি আপনি লসের সম্মুক্ষিন হন তাহলে আমাদের ওয়েবসাইট বা এর মালিক বা এডমিন কেউই দায়ী থাকবে না, কারন আপনাকে বার বার বলা হয়ে থাকে নিজের ঝুঁকি বুঝে ট্রেড নেওয়ার জন্য ।

আমাদের সিগনালের জ্ঞান নিয়ে অনেকে সাবলম্ভী হচ্ছেন যা আমাদের ওয়েব সাইটের পারফরমেন্স রিপোটে দেখতে পাবেন । বাংলাদেশের অনেক বেকার ছেলে/মেয়ে নিজেকে সাবলম্বী করছেন এবং বৈধ ভাবে ফরেক্সের প্রফিট রেমিটেন্স হিসাবে দেশে আনছেন  

Scroll to Top