forex shikhi

যেভাবে জয়েন করবেন ফরেক্স শিখি প্রো এ্যাপ ভিআইপি সিগনাল

সবাই কে স্বাগতম ফরেক্স শিখি কমিউনিটিতে

কিভাবে জয়েন করবেন ফরেক্স শিখি  ভিআইপি সিগনালে;

আপনি রেফার একাউন্ট করে লাইফটাইম মেমবারশীপ অথবা  ভিআইপ পেইড মাসিক মেমবারশীপের মাধ্যমে আমাদের  ফরেক্স শিখির প্রো এ্যাপের ভিআইপি  সিগনাল (শুধু গোল্ড (XAUUSD) পেয়ার) সিগনাল উপভোগ করতে পারবেন ।

রেফার একাউন্ট লাইফটাইম মেমবারশীপ সম্পূর্ণ ফ্রি তবে এ্যাপের রেন্টার ফি ৩০০ টাকা প্রদান করা লাগবে । প্রতি দিন মার্কেট মুভমেন্টের উপর ভিত্তি করে মিনিমাম ৩থেকে ৮ টা সিগনাল পাবেন। আর ভিআইপ পেইড মাসিক মেমবারশীপের জন্য প্রতিমাসে ২১ ডলার বা তার সমমূল্যের টাকা ২৫০০ পরিশোধ করতে হবে ।

আমাদের প্রতিদিনের টার্গেট হলো ১০০ ডলারের একাউন্টে প্রতি দিন মিনিমান ১০ থেকে ৩০ ডলার আর ১০০০ ডলারের একাউন্টে প্রতি দিন মিনিমান ১০০ থেকে ২০০ ডলার প্রফিট করবো ইনশাআল্লাহ।

যেভাবে জয়েন করবেন ফরেক্স শিখি প্রো এ্যাপ ভিআইপি সিগনাল

ফরেক্স শিখি প্রো এ্যাপে দু ধরনের ভিআইপি সিগনাল রয়েছে  । এখন থেকে শুধু মাত্র আমাদের এ্যাপে সিগনাল পাবলিশ করা হবে ।

১. ভিআইপি রেফার (পেইড ক্লাসিক) ও ২. ভিআইপি পেইড

ভিআইপি পেইড ক্লাসিক সিগনাল

  • রেফার লিংক থেকে একাউন্ট করতে হবে

  • ৩ থেকে ৭টা সিগনাল প্রতিদিন

  • প্রতিদিন চার্ট এনালাইসিস ও ট্রেডিং ইন্সট্রাকশন

  • মাসিক সাবস্কিপশন ফি ৩০০ টাকা বা ৩ ডলার

 

ভিআইপি পেইড সিগনাল

  • আপনার নিজের একাউন্ট দিয়ে ট্রেড করুন

  • ৩ থেকে ৮টা সিগনাল প্রতিদিন

  • প্রতিদিন চার্ট এনালাইসিস ও ট্রেডিং ইন্সট্রাকশন

  • মাসিক সাবস্কিপশন ফি ২৫০০ টাকা বা ২১ ডলার

Install“Forex Shikhi Pro” App from Goole Play Store

 

APP LINK: https://play.google.com/store/apps/details?id=com.forex.forex_shikhi&pcampaignid=web_share

যেভাবে জয়েন করবেন ভিআইপি পেইড ক্লাসিক সিগনালে

১. আমার দেওয়া লিংক থেকে এক্সনেস ব্রোকারে একাউন্ট করতে হবে ।

২. একাউন্ট টি আমার রেফারে হয়েছে কিনা তা টেলিগ্রামে ইনবক্সে যাচাই করে নিবেন ।

৩.একাউন্ট ভেরিফাইড হলে মিনিমান ৩০ ডলার বা বেস্ট হয় গোল্ড মার্কেটে ১০০ বা ৫০০ ডলার ডিপোজিট করা ।

৪.  ১ দিনের ট্রেডিং হিস্ট্রীর জন্য টেলিগ্রাম গুপের @forexshikhi ফ্রি সিগনাল দিয়ে ১ দিন ট্রেড করবেন এবং ১০ সেকেন্ডের স্কিন রেকড ভিডিও করবেন যেখানে এক্সনেস এ্যাপের মূল একাউন্ট নাম্বার,  ট্রেডিং হিস্টি  এবং ইমেই আইডি দেখানো হয় এবং এই স্কিন রেকর্ডটি প্রাথমিক চুড়ান্ত যাচাইয়ের জন্য  মেনটরকে (@arifulprotrader) ইনবক্স করবেন ।
৫. এরপর গুগল প্লে স্টোর থেকে “Forex Shikhi Pro” এ্যাপটি ইন্সটল করে সাইন আপ করবেন  এক্সনেস একাউন্টের সেইম ইমেইল দিয়ে এবং যাবতীয় তথ্য পুরন করে  নিজের প্রফাইল পিকচার এবং এক্সনেস এ্যাপের বর্তমান ব্যালেন্সের স্কিনসট সহ রেজিস্টেশন কমপ্লিট করবেন। এটা ছাড়া একাউন্ট এপ্রূভ হবেনা।
৬. এপ্রুভাল হয়েগেলে সাইন ইন করে এ্যাপের “Payment” বাটনে ক্লিক করে বিকাশ পেমেন্ট করুন ৩০০ টাকা ১ মাসের সাবস্কিপশন ফি বা এ্যাপ রেন্টাল ফি বাবদ ।
Refer VIP Paid Classic Signal এর একসেস কনটিনিউ বহাল রাখতে হলে অবশ্যই যে রেফারে যে একাউন্ট খুলেছেন সেই একাউন্টে একটিভলি ট্রেড করতে হবে  এবং প্রতিমাসে রিনিউ করতে হবে ।
৪. যারা দেশের বাইরে থাকেন বিকাশ পেমেন্ট নেই তারা মেনটরকে ইনবক্স করুন অন্য পেমেন্ট মেথড জনার জন্য । 

 

যেভাবে জয়েন করবেন ভিআইপি পেইড সিগনালে

১. আপনার নিজের একজিসটিং একাউন্ট দিয়ে ট্রেড করুন ।

২. গুগল প্লে স্টোর থেকে “Forex Shikhi Pro” এ্যাপটি ইন্সটল করে সাইন আপ করবেন । এক্সনেস একাউন্টের জায়গায় লিখবেন “পেইড মেমবার“ এবং যাবতীয় তথ্য পুরন করে নিজের প্রফাইল পিকচার এবং যেকোন ১টি স্কিনসট সহ রেজিস্টেশন কমপ্লিট করবেন।

৩. এরপর সাইন ইন করে এ্যাপের “Payment” বাটনে ক্লিক করে বিকাশ পেমেন্ট করুন ২৫০০ টাকা ১ মাসের সাবস্কিপশন ফি বাবদ ।

৪. যারা দেশের বাইরে থাকেন বিকাশ পেমেন্ট নেই তারা মেনটরকে ইনবক্স করুন অন্য পেমেন্ট মেথড জনার জন্য

 

+1
2
+1
0
+1
0
Scroll to Top